গুয়াহাটি: অসমে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে এক লক্ষ মূল্যের জাল ২ হাজার টাকার নোট উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী।


বিএসএফ-এর কাছে গোপন সূত্রে খবর আসে যে বাংলাদেশী চোরাচালানকারীরা সালমারা হয়ে ভারতে জাল নোট পাচার করার চেষ্টা চালাচ্ছে।


খবর মিলতেই বিএসএফ-এর ১৭৪ ব্যাটালিয়নের অন্তর্গত বর্ডার আউটপোস্টের (সীমান্ত-ঘেঁষা ছাউনি)  জওয়ানরা স্থানীয় খাগড়াচার গ্রামে তল্লাশি অভিযান চালান। তাঁদের সঙ্গ দেয় ধুবরি-স্থিত বাহিনীর গুয়াহাটি ফ্রন্টিয়ারের জওয়ানরাও।


বাহিনীর তরফে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চারল্যান্ডের নদীকূলবর্তী অঞ্চলে কয়েকজন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা।


ধাওয়া করা হলে তারা পালিয়ে ফের বাংলাদেশে ঢুকে যায়। কিন্তু, সঙ্গে থাকা ব্যাগ ফেলে যায় চোরাচালানকারীরা। সেখান থেকে ৫০টি জাল ২ হাজার টাকার নোট উদ্ধার করে বিএসএফ। পরে, সুখচর পুলিশের হাতে ওই ব্যাগটি তুলে দেয় বিএসএফ।


ঠিক আগের রাতে ৪.৪০ লক্ষ টাকা মূল্যের ৪৯টি গরু আটক করে বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ার জওয়ানরা। গরুগুলি বাংলাদেশ থেকে এদেশে পাচার করা হচ্ছিল।