নয়াদিল্লি: সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সরব নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জর্ডনের রাজা আবদুল্লা-২ এর উপস্থিতিতে তিনি সন্ত্রাসের কোনও ধর্ম নেই বলে অভিমত জানান। মৌলবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ কোনও ধর্মের বিরোধিতা নয়। যে মানসিকতা, ভাবধারা যুবকদের বিপথে চালিত করে, এই লড়াই তার বিরুদ্ধে, কোনও ধর্মের বিরুদ্ধে নয়, বলেন তিনি।
বৃহস্পতিবার বিজ্ঞান ভবনে আয়োজিত সম্মেলনে ইসলামিক হেরিটেজ, প্রোমোটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী নিজের ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, প্রতিটি ধর্মই মানবিক মূল্যবোধের কথা বলে। তাই আমাদের যুবকদের ইসলামের মানবিক বৈশিষ্ঠ্যগুলির সঙ্গে পরিচিত হওয়া উচিত। আধুনিক প্রযুক্তির ব্যবহার করুন তাঁরা।
ভারত দুনিয়ার সব প্রধান ধর্মের লীলাক্ষেত্র বলে মন্তব্য করেন মোদী। বলেন, এদেশে প্রতিটি ধর্ম বিকশিত হয়েছে। ভাষা, রাজনীতি যাই-ই হোক, প্রত্যেক ভারতীয়র এটা গর্ব। ভগবান বুদ্ধ বা মহাত্মা গাঁধী, যিনিই হোন, শান্তি ও প্রেম-ভালবাসার সৌরভ গোটা বিশ্বে ছড়িয়েছে ভারত থেকেই। ভারতই পৃথিবীকে বসুধৈব কুটুম্বকম অর্থাত্ গোটা বিশ্ব সংসার একই পরিবার, এই ভাবনা উপহার দিয়েছে। সারা বিশ্ববাসীকে ভারতে নিজের পরিবার বলে মনে করে, এই বোধের মধ্যে সে নিজেকে খুঁজে পায়।
ভারতীয় গণতন্ত্র বহু বছরের পুরানো বহুত্ববাদের উদযাপন বলেও অভিমত জানান তিনি।
জর্ডনের রাজাও বলেন, ধর্মীয় মতবাদের সঙ্গে যেন মানবতার সংযোগ থাকে। ধর্মীয় বিশ্বাস আমাদের সমৃদ্ধ, বিকশিত করে। যে মতবাদ ঘৃণা ছড়ায়, তাকে প্রত্যাখ্যান করা উচিত সবার। অশান্তির বিরুদ্ধে সবাইকে সঙ্গে নেওয়াই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মিডিয়াকে তিনি ঘৃণা, বিদ্বেষকে বিন্দুমাত্র স্থান না দেওয়ার আবেদন করেন। বলেন, টিভি, সোস্যাল মিডিয়া থেকে ঘৃণা, বিদ্বেষের ভাবনা মুছে ফেলতে হবে।
গত মঙ্গলবার প্রোটোকল ভেঙে তিনদিনের সফরে আসা জর্ডনের রাজাকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান মোদী।
প্রসঙ্গত, গত মাসের শুরুতে আবদুল্লাই আম্মানে নিজের বাসভবনে মোদীকে স্বাগত জানিয়েছিলেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সন্ত্রাসবাদ বিরোধী লড়াই কোনও ধর্ম নয়, যুবকদের বিপথে চালানো ভাবনার বিরুদ্ধে, মত মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
01 Mar 2018 03:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -