তৃণভূমিতে একটি পাকা রাস্তায় একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে ওই চিতাবাঘ ও সজারু। কিন্তু কিছুক্ষণ পরেই চিতাবাঘটি বুঝতে পারে যে, ওই সজারুকে শিকার করতে যাওয়ার কাজটা একেবারেই ঠিক হয়নি। চিতাবাঘ প্রথমে থাবা বসায়, সজারু পালানোর চেষ্টা করে। চিতাবাঘ তখন পিছু ছাড়েনি। আরও একবার বাগে আনার চেষ্টা করে শিকারকে। কিন্তু চেষ্টা সফল হল না। বরং সজারুর কাঁটায় মুখ জখম হয়ে যায় তার। যন্ত্রণার কারণে শিকারে ক্ষান্তি দিতে হয় তাকে। এরপর আর সজারুর দিকে তাকানোর সাহস পায়নি চিতাবাঘটি। কাঁটার খোঁচায় নাকাল হয়ে সোজা রাস্তার পাশে তৃণভূমিকে ঢুকে যায় চিতাবাঘটি।
কাসওয়ান জানিয়েছেন, এই ভিডিও পুরানো।
আরও একটি ট্যুইটে কাসওয়ান সজারুর কাঁটা সম্পর্কে জানিয়েছেন।