বুলন্দশহর: নোট বাতিলের জেরে নতুন নোট তুলতে ব্যাঙ্কের বাইরে লাইনে গন্ডগোল। গুলি চলল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। পুলিশ সুপার (গ্রামীণ) জগদীশ শর্মা জানিয়েছেন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আহার শাখার বাইরে গ্রাহকরা লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, লাইন ভেঙে আগে সামনে যাওয়ার চেষ্টা করেন শান্তি নামে এক মহিলা। যাঁদের আগে ঢোকার কথা, তাঁরা বাধা দিলে ওই মহিলা তখন চলে যান। কিন্তু পরে পাঁচটি ছেলেকে ডেকে নিয়ে আসেন। তারা এসে তর্কাতর্কি শুরু করে। শান্তি লাইন ভেঙে এগনোয় যাঁরা বাধা দিয়েছিলেন, তাঁদের মারধর করে। হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালান।
প্রসঙ্গত, বিরোধী দলগুলি নোট বাতিলের বিরোধিতা করলেও সাধারণ মানুষ হাসিমুখে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে কষ্ট করে ব্যাঙ্কের বাইরে টাকা তোলার লাইনে দাঁড়াচ্ছেন বলে দাবি করে তাঁদের ধন্যবাদও দিচ্ছেন কেন্দ্রের শাসক দলের শীর্ষ নেতারা। কিন্তু বাস্তব ঘটনা থেকে দেখা যাচ্ছে, নতুন নোটের আকাল থাকায় পরিস্থিতি সবসময় শান্তিপূর্ণ থাকছে না। বুলন্দশহরই তার প্রমাণ।