কলকাতা: স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাত্রাতিরিক্ত লোডশেডিং। অভিযোগ জানাতে গেলেই বিদ্যুৎকর্তাদের থেকে জোটে দুর্ব্যবহার। ক্ষিপ্ত জনতা তিন বিদ্যুৎকর্মীকে পোস্টে বেঁধে রাখল। যাঁদের মধ্যে দুজন বিল কালেক্টর। একজন লাইনম্যান। স্থানীয়দের দাবি, যতক্ষণ না তাঁদের সমস্যার সুরাহা হচ্ছে, ততক্ষণ ওই বিদ্যুৎকর্মীদের ছাড়া হবে না।

ঘটনাটি তেলঙ্গনার সঙ্গারেড্ডি গ্রামের। ঘটনাস্থালে পুলিশ এসে গ্রামবাসীদের নিরস্ত করে। ওই তিন কর্মীকে উদ্ধার করে। বিদ্যুৎকর্মীদের হেনস্থা করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে।

সকাল সাড়ে আটটা নাগাদ দুই বিল কালেক্টর বিদ্যুতের বিল সংগ্রহ করতে গ্রামে গেলে তাঁদের ঘেরাও করেন গ্রামবাসীরা। বলা হয়, তাঁদের এলাকায় মাত্রিতিরিক্ত লোডশেডিং চলছে। অভিযোগ জানিয়ে লাভ হয় না। পাশাপাশি একটা শর্ট সার্কিটে এলাকার বেশ কিছু বাড়ির টিভি খারাপ হয়ে গিয়েছে। পরে ওই দুজনের সঙ্গে এক লাইনম্য়ানকেও ধরে রাখা হয়।