বারমেরে ভেঙে পড়ল সুখোই, আহত ৩
Web Desk, ABP Ananda | 15 Mar 2017 05:18 PM (IST)
জয়পুর: রাজস্থানের বারমের জেলার শিবকর গ্রামের কাছে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান সুখোই। বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ ওঝা জানিয়েছেন, আজ রুটিন প্রশিক্ষণ উড়ান চলাকালীন ভেঙে পড়ে সুখোই। দু জন চালকই নিরাপদে আছেন। তবে তিন জন গ্রামবাসী আহত হয়েছেন। বারমের জেলার অতিরিক্ত পুলিশ সুপার রামেশ্বর লাল বলেছেন, আজ দুপুর ২.৫০ মিনিট নাগাদ পুলিশকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়। এরপরেই পুলিশ আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান। আহত ৩ গ্রামবাসীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।