লাভ জিহাদের ওপর ছবি প্রদর্শন নিয়ে অশান্তি জেএনইউ-তে
ABP Ananda, Web Desk | 28 Apr 2018 11:25 AM (IST)
নয়াদিল্লি: লাভ জিহাদের ওপর তৈরি একটি ছবির প্রদর্শন নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে তুমুল অশান্তি হল। কয়েকটি ছাত্র সংগঠন অভিযোগ করে, ছবি প্রদর্শনের আড়ালে আসলে ঘৃণার প্রচার চলছে। ছবিটির নাম ইন দ্য নেম অফ লাভ- মেলানকলি অফ গডস ওন কান্ট্রি। প্রদর্শনের আয়োজন করে গ্লোবাল ইন্ডিয়ান ফাউন্ডেশন ও জেএনইউ-র বিবেকানন্দ বিচার মঞ্চ। পরিচালক সুদীপ্ত সেন। প্রদর্শকরা জানান, ছবিটি কেরলে লাভ জিহাদের মাধ্যমে মেয়েদের ধর্মান্তরণের যে অভিযোগ, তার ওপর তৈরি হয়েছে। কিন্তু জওহরলাল নেহরু স্টুডেন্টস ইউনিয়ন ও জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবরমতী ধাবায় ছবিটি দেখানোর সময় অশান্তি বাধায়, দাবি করে, এর মাধ্যমে ঘৃণা ছড়ানো চলছে। নিরাপত্তা বেষ্টনী ভেঙে পর্দার সামনে চলে এসে প্ল্যাকার্ড তুলে ধরে তারা। এ নিয়ে এবিভিপি সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়, আহত হন কয়েকজন, ১ নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেএনইউএসইউ-এর অভিযোগ, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে ওপর ডিম ও পাথর ছোঁড়া হয়। এ জন্য আরএসএস ও এবিভিপি-র কুশপুতুল পোড়ায় তারা। এবিভিপি-র পাল্টা অভিযোগ, সবরম তী ধাবায় ছবি দেখানোর সময় বামপন্থী ছাত্রছাত্রীরা হামলা চালায়, এক নিরাপত্তারক্ষীকে ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করেছে তারা। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের কাছ থেকেই অভিযোগ এসেছে তাদের কাছে।