নয়াদিল্লি: বিমানযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে বিমানের ভিতরেই পাবেন ওয়াই-ফাই পরিষেবা। তবে তা শুধুমাত্র দেশের মধ্যে উড়ানের ক্ষেত্রেই প্রযোজ্য। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব আর এন চৌবে জানিয়েছেন, খুব শীঘ্রই চালু হবে এই পরিষেবা।
উল্লেখ্য, বর্তমানে বিমানে মোবাইল কানেকশন এবং ইন্টারনেট পরিষেবা পান না যাত্রীরা। সেক্ষেত্রে ওয়াই-ফাই পরিষেবার সুবিধা অবশ্যই যাত্রীদের কাছে খুশির খবর।
চৌবে জানিয়েছেন, পাওয়া যাবে ইন্টারনেট কলিং-এর সুবিধাও। ওয়াই-ফাই পরিষেবা চালুর সঙ্গে সঙ্গে জোর দেওয়া হচ্ছে নজরদারির বিষয়টিতেও। যাত্রীদের ব্যবহৃত বিস্তারিত তথ্য নথিবদ্ধ রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। শুধুমাত্র ভারতীয় এয়ারস্পেসেই মিলবে এই সুবিধা। এর স্পিড নির্ভর করবে সংস্থার ওপর।
খুব শীঘ্রই দেশের মধ্যে বিমানে পাওয়া যাবে ওয়াই-ফাই পরিষেবা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2016 06:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -