নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটের তারিখ বদলেছে। এবার আর্থিক বছরের তারিখ বদলানোর কথা ভাবছে নরেন্দ্র মোদী সরকার। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইঙ্গিত দিয়েছেন।
গতকালের বৈঠকে মোদী বলেছেন, আর্থিক বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত করার জন্য প্রস্তাব এসেছে। এ ব্যাপারে মতামত দেওয়ার জন্য রাজ্যগুলির কাছে আবেদন করেছেন তিনি। নীতি আয়োগের উপাধ্যক্ষ অরবিন্দ পনগড়িয়া বলেছেন, প্রধানমন্ত্রী সবে বিষয়টির উল্লেখ করেছে, এটি চালু করার কোনও সময়সীমা নির্ধারণ হয়নি, বরাদ্দ হয়নি যোজনা। ফসল ওঠার সময়ের হিসেবে অর্থবর্ষ পাল্টানোর সুপারিশ এসেছে বলে তিনি জানিয়েছেন।
তারিখ বদলানোর আগে যে সব বিষয়গুলি নিয়ে ভাবনাচিন্তা চলছে, সেগুলি হল
কেন্দ্র ও রাজ্য সরকারের আয়ব্যয়ের সঠিক অনুমান
ভিন্ন ভিন্ন শস্য ওঠার সময়ের ওপর প্রভাব
অর্থবর্ষের কাজকর্মের সঙ্গে তার সময়ের সম্বন্ধ
কর ব্যবস্থা
সংখ্যাসংক্রান্ত হিসেবনিকেশ
বাজেটে ব্যস্ত থাকা আধিকারিকদের এ কাজে নিয়ে আসা।
অল্পদিন আগে অর্থবর্ষ নিয়ে রিপোর্ট জমা দিয়েছে শঙ্কর আচার্য কমিটি। সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে না এলেও মোদীর কথায় ইঙ্গিত, তাতে অর্থবর্ষের তারিখ বদলানোর প্রস্তাব রয়েছে।
যদি কমিটির রিপোর্ট সরকার মেনে নেয়, তবে আর্থিক বছরের শুরু ও শেষের দিন পাল্টে যাবে। এখনও পর্যন্ত এ দেশে অর্থবর্ষ শুরু হয় এক বছরে, শেষ হয় আর এক বছরে। শুরু হয় প্রথম বছরের পয়লা এপ্রিল থেকে, শেষ হয় পরের বছরের ৩১ মার্চে।
বদলাতে পারে অর্থবর্ষের সময়, ভাবছে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2017 11:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -