লখনউ: তাজমহলে শ্বেতশুভ্র মার্বেলের ওপর সবুজ ছোপ নিয়ে এবার নড়েচড়ে বসল উত্তর প্রদেশ সরকার।

এই সমস্যার কারণ কী এবং কী ভাবে তা সমাধান করা যেতে পারে, তা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

সরকারের মুখপাত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আগরার ডিভিশনাল কমিশনার, জেলা শাসক, পূর্ত বিভাগ, পুরাতত্ত্ব এবং দূষণ বোর্ডের আধিকারিকদের শীঘ্র এই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে কেন এরকম সবুজ ছোপ পড়ছে, তার কারণও জানতে চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, তাজমহলের সাদা মার্বেলের ওপর সবুজ ছোপ পড়তে দেখা যাচ্ছে। এতে লোপ পাচ্ছে তার শুভ্র সৌন্দর্য। সম্ভবত, একধরণের পোকার বর্জ্য থেকে ছড়াচ্ছে এই দূষণ।

অখিলেশ জানিয়েছেন, বিশ্বের অন্যতম স্মৃতিসৌধের সৌন্দর্য অক্ষুন্ন রাখতে সমাজবাদী পার্টি সরকার সমস্তরকমভাবে সাহায্য করবে।

গত সপ্তাহেই ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ সাইটকে দূষণমুক্ত রাখতে উত্তর প্রদেশ সরকারের পরিবেশ ও অরণ্য মন্ত্রক এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পরিবেশের ওপর কী প্রভাব পড়ে, সেই সংক্রান্ত মূল্যায়ণ কমিটিকে নোটিশ পাঠিয়েছিল এনজিটি।