হিন্দু দেব-দেবী, প্রধানমন্ত্রী, যোগী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, চারজনের বিরুদ্ধে এফআইআর
Web Desk, ABP Ananda | 24 Feb 2018 04:59 PM (IST)
বালিয়া: সোশ্যাল নেটওয়ার্ক সাইটে হিন্দু দেব-দেবী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে চারজনের বিরুদ্ধে এফআইআর করা হল। বিজেপি নেতা ধরম দেব সিংহ উত্তর প্রদেশের বালিয়ার ভীমপুরা থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতেই এফআইআর করেছে পুলিশ। ভীমপুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জগদীশ প্রসাদ জানিয়েছেন, অভিযুক্তদের নাম সাহিল, ইন্দল কুমার, অনিল ও সানি কুমার। তাদের বাড়ি বারাদি লেভি পট্টি সাথাবা গ্রামে। তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও শেয়ার করেছে বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।