অভিযোগ, টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীর সম্মানহানি করেছে তারা।
ঘটনার সূত্রপাত, প্রধানমন্ত্রীর মত দেখতে এক ব্যক্তিকে রেল স্টেশনে দেখতে পাওয়া থেকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হয়ে যায়। বহু টুইটার ব্যবহারকারীর মত এআইবি-ও তাঁর ছবি দিয়ে মিম বানিয়ে ফেলে। ওই ব্যক্তির ছবির পাশেই তারা বসিয়ে দেয় স্ন্যাপচ্যাট ডগ ফিল্টার দিয়ে প্রধানমন্ত্রীর ছবি।
কিন্তু টুইটার দুনিয়ার সকলের এতে মোটেই হাসি পায়নি। মোদী সমর্থকরা এআইবির বিরুদ্ধে তুলকালাম শুরু করেন। ঝামেলার জেরে কয়েক ঘণ্টার মধ্যে এআইবি ওই পোস্ট ডিলিট করে দেয়।
তারপরেও পুলিশে তাদের বিরুদ্ধে এফআইআর।