শ্রীনগর: পাথর ছোঁড়ার হাত থেকে বাঁচার জন্য সেনাবাহিনীর জিপের সামনে এক যুবককে বেঁধে রাখার ঘটনায় অজ্ঞাতপরিচয় সেনা জওয়ানদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। বীরওয়াহ থানায় রণবীর দণ্ডবিধির ৩৪২, ১৪৯, ৫০৬ ও ৩৬৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বুদগম জেলার বাসিন্দা ফারুক আহমেদ দারকে সেনা জিপের সামনে বেঁধে রাখা হয়েছে। শোনা যাচ্ছে, এক জওয়ান চিৎকার করে বলছেন, যারা পাথর ছোঁড়ে তাদের এই পরিণতিই হবে। এই ঘটনাতেই এফআইআর দায়ের করা হয়েছে। ডেপুটি সুপার পদমর্যাদার এক আধিকারিক এই অভিযোগের তদন্ত করবেন।