লখনউ: 'রাম' রাহুল গাঁধী, 'রাবন' নরেন্দ্র মোদী। এ ধরনের পোস্টার সম্প্রতি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর অমেঠি সফরের আগে দেখা গিয়েছিল। এই পোস্টারের জন্য স্থানীয় কংগ্রেস নেতা রমা শঙ্কর শুক্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। বিজেপি নেতা সূর্য প্রকাশ তিওয়ারি শুক্লার বিরুদ্ধে এই এফআইআর দায়ের করেছেন। রাহুলের সফরের আগে গত ১৪ জানুয়ারি গৌরিগঞ্জ রেল স্টেশনে এই পোস্টার দেখা গিয়েছিল।
পোস্টারের ছবিতে 'রামবেশী' রাহুলকে 'রাবনরূপী' মোদীর তিকে তির নিশানা করতে দেখা যায়। পোস্টারে রাহুলকে 'রামের অবতার' হিসেবে উল্লেখ করা বলা হয়, ২০১৯-এর সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীকে হারিয়ে রাহুল 'রামরাজ্য' প্রতিষ্ঠা করবেন। পোস্টারে লেখা ছিল- 'রাহুলের রূপে ভগবান রামের অবতার ২০১৯-এ আসবে রাহুল-রাজ'।
বিতর্কিত পোস্টার জারি করা বা দলের সঙ্গে শুক্লার কোনও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে অমেঠি জেলা কংগ্রেস।