আমদাবাদ: গত ১১ ডিসেম্বর বিনা অনুমতিতে আমদাবাদের বোপাল এলাকায় রোড শো করার অভিযোগে হার্দিক পটেল, তাঁর প্রায় ৫০ সমর্থকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। পাতিদার সংরক্ষণ আন্দোলনের নেতা ও তাঁর অনুগামীদের ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় পুলিশের নির্দেশ অমান্য করায় অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বোপালের পুলিস ইনসপেক্টর আই এইচ গোহিল। সেদিন জেলা প্রশাসন অনুমতি না দিলেও বাইক হার্দিক দলবল নিয়ে বাইকে চেপে রোড শো করেন বলে জানান তিনি। গুজরাত বিধানসভা ভোট হয়ে যাওয়ার পর এটাই প্রথম এফআইআর হার্দিকের বিরুদ্ধে।
গুজরাতের দ্বিতীয় দফার ভোটগ্রহণের তিনদিন আগে বোপাল থেকে নিকোল এলাকা পর্যন্ত ১৫ কিমি রাস্তায় রোড শো করেন হার্দিক। রোড শো শেষ হওয়ার পরই পুলিশ কমিশনার এ কে সিংহ এ ব্যাপারে উষ্মা প্রকাশ করে অনুমতি না নিয়ে রোড শো করায় আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।
সিংহ ভোটপ্রচার চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর রোড শোয়ের আবেদনও খারিজ করে দেন।