নাবালিকাকে চুম্বনের ঘটনায় পাপনের বিরুদ্ধে এফআইআর
Web Desk, ABP Ananda | 24 Feb 2018 10:39 PM (IST)
গুয়াহাটি: ফেসবুক লাইভে রিয়েলিটি শো-র প্রতিযোগী এক নাবালিকাকে চুম্বন করার ঘটনায় গায়ক পাপনের বিরুদ্ধে এফআইআর করল অসম পুলিশ। দিসপুরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সুজিত সাইকিয়া জানিয়েছেন, ‘অসম রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর করেছি। পাপনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করবে।’ অসমের শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন সুনীতা চাঙ্গকাকাতি বলেছেন, তাঁরা দিসপুরের পুলিশ কমিশনারকে পাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ওই ঘটনার সময় সেখানে থাকা ক্যামেরাম্যান সহ অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের।