ভুবনেশ্বর: ওড়িশ্যার ভুবনেশ্বরে শ্রী লিঙ্গরাজ মন্দির কমিটির সদস্যরা বলিউড অভিনেত্রী রবিনা টন্ডনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি মন্দির চত্বরের নো-ক্যামেরা জোনে গিয়ে একটি বিজ্ঞাপনের শ্যুট করেছেন।
ঘটনাটি প্রকাশ্যে সম্প্রতি ওই অ্যাড শ্যুটের একটি ভিডিও বাইরাল হওয়ায়। সেখানে দেখা যাচ্ছে মন্দির চত্বরের ভেতর বসে বিজ্ঞাপনের শ্যুট করছেন এবং সৌন্দর্য সংক্রান্ত নানা টিপস দিচ্ছেন। পুরো শ্যুটটি এক ব্যক্তি নিজের মোবাইল ফোনে রেকর্ড করে নেন। গত রবিবারই লিঙ্গরাজ মন্দিরে গিয়েছিলেন রবিনা।
ঘটনাটি সামনে আসার পরই মন্দির কমিটির প্রধান লিঙ্গরাজ থানায় এফআইআর দায়ের করেন। আপাতত সেই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ, জানিয়েছেন ভুবনেশ্বরের ডিসিপি সত্যবত্র ভোই। মন্দির কর্তৃপক্ষের দাবি, এখানে মন্দিরের নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে। ভক্তদের ভাবনাতেও এধরনের কাণ্ডজ্ঞানহীন কাজের মাধ্যমে আঘাত পৌঁছেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও অভিযোগ খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
রবিনা টন্ডনের বিরুদ্ধে এফআইআর দায়ের, কী করেছেন তিনি? জানতে ক্লিক করুন এখানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2018 11:42 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -