উন্নাও (উত্তরপ্রদেশ): সম্প্রতি ‘মুসলিম-মুক্ত ভারত’-এর পক্ষে সওয়াল করেছেন। এজন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর দায়ের হল সাধ্বী প্রাচীর বিরুদ্ধে। সাধ্বীর নামে অভিযোগ দায়ের করে বহুজন মুক্তি মোর্চার সন্দীপ কুমার বলেছেন, সম্প্রতি উত্তরাখণ্ডে মুসলিম-মুক্ত দেশ চাই বলে মন্তব্য করেছেন সাধ্বী। একটি সম্প্রদায় এতে আহত বোধ করছে।

বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) এই কট্টর নেত্রীর কাছে। গত ৭ জুন রুরকিতে এক ছাঁটাই মালের ডিলারের দোকান জোর করে সরানোর ঘটনায় দুটি সম্প্রদায়ের সংঘর্ষে অন্তত ৩২ জন জখম হন। সেখানে গিয়ে সাধ্বী বলেন, দেশকে কংগ্রেসমুক্ত করেছি। এবার মুসলিমমুক্ত করারও সময় এসে গিয়েছে। সেই লক্ষ্যেই এগচ্ছি।

তীব্র প্রতিক্রিয়া হয় এই মন্তব্যে। উন্নাওয়ের এসএইচও সঞ্জয় পান্ডে জানিয়েছেন, সাধ্বীর বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ (ধর্মের ভিত্তিতে ভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো), ১৫৩ বি (জাতীয় সংহতির পরিপন্থী আচরণ) ধারায়।