মিরাট: মুজফফরনগর দাঙ্গায় জাতীয় নিরাপত্তা আইনে উসকানি দেওয়ায় অভিযুক্ত বিজেপি এমএলএ সঙ্গীত সোমের বিরুদ্ধে ভোটপ্রচারে বিধি ভাঙার অভিযোগ। এফআইআর দায়ের।
২০১৫-র সেপ্টেম্বরে দাদরির বিশাদা গ্রামে গোমাংস খাওয়ার সন্দেহে গণপিটুনিতে মারা গিয়েছিলেন মহম্মদ আখলাক নামে এক প্রৌঢ়। সেই গ্রামে পা দিয়েও বিতর্কে জড়িয়েছিলেন সঙ্গীত। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভোটপ্রচারে সেই দাদরি গণহত্যা নিয়ে নিজের ভাষণের কিছু অংশ ব্যবহারের।
পুলিশ জানিয়েছে, সঙ্গীত সোম, বীরেন্দ্র কুমার ও চন্দ্রশেখর সিংহ নামে দুজন ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা ও জনপ্রতিনিধিত্ব আইনের ১২৫ ধারায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন। উত্তরপ্রদেশের ভোটপ্রচারে বীরেন্দ্র ও চন্দ্রশেখর মুজফফনগর দাঙ্গা, কাওয়াল হত্যাকাণ্ড, খেরা গ্রামের মহাপঞ্চায়েত ও ২০১৩-র মুজফফরনগর দাঙ্গার সময় সঙ্গীতের গ্রেফতারির ঘটনার ওপর একটি তথ্যচিত্র দেখিয়েছেন।
ভোটপ্রচারে ব্যবহার করা গাড়ি, ওই তথ্যচিত্রের একটি সিডি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেলাশাসক বি চন্দ্রকলা মিরাটের এসডিএমের কাছে এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন।
সারধানা আসনে প্রার্থী হওয়া সঙ্গীত অবশ্য সিডিতে বিতর্কিত কিছুই নেই, তাতে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ চ্যানেলে সম্প্রচারিত হওয়া ভিডিও-রও অংশ দেখানো হয়েছে বলে সাফাই দিয়েছেন।
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, উত্তরপ্রদেশে বিতর্কিত বিজেপি বিধায়কের নামে এফআইআর
web desk, ABP Ananda
Updated at:
18 Jan 2017 08:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -