মুম্বই:  অশ্লীলতা ও এক মহিলার সম্ভ্রমহানির অভিযোগে বলিউড শিল্পী অভিজিত্‍ ভট্টাচার্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। মুম্বই পুলিশের সাইবার সেলে আম আদমি পার্টি নেত্রী প্রীতি শর্মা মেননের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগে মেনন বলেছেন, সোশ্যাল মিডিয়ায় এক মহিলা সাংবাদিকের প্রতি অভিজিতের ‘অশ্লীল’ ভাষা ব্যবহার সম্পর্কে মুম্বই পুলিশ কমিশনারকে টুইটারের মাধ্যমে জানিয়েছিলেন। যদিও বলিউড গায়ক তাঁর টুইটের জবাব অভব্য ভাষায় দিয়েছেন বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের ভিত্তিকে অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চেন্নাইতে মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীর হত্যার ঘটনাকে লাভ-জেহাদের ফলশ্রুতি হিসেবে ট্যুইটে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন অভিজিত্‍। কিন্তু দিল্লির এক সাংবাদিক অভিজিতের টুইটের প্রতিবাদ করেন। এর জবাব দিতে গিয়ে অভিজিত্‍ অশ্লীল মন্তব্য করেন বলে অভিযোগ।