নয়ডা:  বিগ বস সিজন ১০-এর বিজয়ী মনবীর গুর্জারের বিরুদ্ধে এফআইআর দায়ের নয়ডা পুলিশের। কারণ, তাঁকে সংবর্ধ্বনা দিতে যে উত্সবের আয়োজন করা হয়েছিল, তার জেরে গোটা নয়ডা জুড়ে মারাত্মক যানজট তৈরি হয়ে যায়। সাধারণ মানুষকে বিপদ ফেলার জন্যে মনবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

মনবীরের সংবর্ধ্বনা সভার আয়োজন করা হয়েছিল নয়ডার ৪৬ নম্বর সেক্টরের একটি পার্কে। কিন্তু সেখান থেকে সংবর্ধ্বনা ঘিরে উত্সব রাস্তায় চলে এসে ট্র্যাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দেয়। প্রায় ঘন্টাখানেক ওই এলাকার যান চলাচল স্তব্ধ হয়ে যায়।