আগরতলা: ত্রিপুরার তিন করোনাভাইরাস আক্রান্তের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সোনামুড়ার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)। শুক্রবার সিপাহজিলার সোনামুড়া থানায় এই মামলা দায়ের করা হয়েছে। এসডিএম টেলিফোনে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই তিন করোনা আক্রান্ত বৃহস্পতিবার কাউকে কোনও কিছু না জানিয়ে কোয়ারেন্টিন সেন্টার থেকে বাড়ি চলে গিয়েছিলেন।

দুর্লভ নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোয়ারেন্টিন সেন্টার রয়েছে। সেখানে কয়েকজন রয়েছেন। তাঁরা ত্রিপুরার বাইরে থেকে ফিরেছিলেন। যাঁরা ওই কোয়ারেন্টিন সেন্টারে রয়েছেন, তাঁদের মধ্যে গত বুধবার তিনজনের টেস্টের ফল পজিটিভ আসে। এরপর বৃহস্পতিবার সকালে ওই তিনজন কাউকে কিছু না জানিয়ে বাড়ি চলে যান। পরে সন্ধেয় তাঁদের বাড়িতে পাওয়া যায়। বৃহস্পতিবার রাতেই প্রশাসন ও পুলিশের সাহায্য ওই তিন করোনা আক্রান্তকে সাগর মহল কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হয়। ওই রাতেই নলচরের বিডিও এসডিএমের কাছে রিপোর্ট জমা দেন। এই রিপোর্ট পাওয়ার পরই সুব্রত মজুমদার ওই তিনজনের বিরুদ্ধে সোনামুড়া থানায় এফআইআর দায়ের করেন।

এরইমধ্যে এই মহকুমারই মেলাঘর পুর এলাকায় একটি কোয়ারেন্টিন সেন্টারে বেশ কয়েকজনের করোনা টেস্ট গত শনিবার পজিটিভ এসেছিল। কিন্তু আত্মীয়পরিজন বাধার কারণে তাঁদের কোভিড কেয়ার সেন্টারে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়। এর ছয়দিন পর বৃহস্পতিবার অবশেষে তাঁদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসা সম্ভব হয়।

গত বুধবার আক্রান্তদের কোভিড কেয়ার কেন্দ্রে পাঠানোর জন্য পুলিশ ও প্রশাসন এলে তাদের স্থানীয়দের হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ওই আক্রান্তদের হাসপাতালে পাঠানো সম্ভব হয়।