বেঙ্গালুরু: কর্ণাটকের হুবলি শহরের সদরসোফা অঞ্চলের সঙ্গে পাকিস্তানের তুলনা করায় ধারওয়াড়ের বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশীর বিরুদ্ধে এফআইআর করা হল। তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোরও অভিযোগ করা হয়েছে।


পুলিশ সূত্রে খবর, প্রহ্লাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহম্মদ হানিফ নামে এক ব্যক্তি। তাঁর দাবি, হুবলিতে খুন হওয়া এক ব্যক্তির বাড়িতে গিয়ে এই বিজেপি সাংসদ অভিযোগ করেন, একটি মসজিদে অস্ত্র রাখা আছে। এই বিতর্কিত মন্তব্য করে তিনি হিংসা ছড়ানোর চেষ্টা করেছেন।

কর্ণাটকে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি অবশ্য দাবি করেছে, খুন হওয়া আরএসএস কর্মী রাজুর পরিবারকে টাকা দেননি অমিত। এরই মধ্যে মাইসুরুতে এক দলীয় সভায় বিজেপি সভাপতি দাবি করেছেন, মে মাসে এই অঞ্চল থেকে জীবনের সবচেয়ে বড় আঘাত পাবেন সিদ্দারামাইয়া ও জেডিএস নেতারা।