নয়াদিল্লি:  এক রাতে দিল্লিতে জোড়া অগ্নিকাণ্ড। সদর বাজার ও তিব্বত বাজারে আগুন। ব্যাপক ক্ষয়ক্ষতি। গতকাল রাতে তিব্বত বাজারে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ১০০টি দোকান। আগুন লাগে লালকেল্লার কাছে সদর বাজারেও। ভস্মীভূত হয়ে যায় ৫০০টি দোকান। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।