মুম্বই: আজ দুপুরে মুম্বই বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে হঠাৎই আগুন ধরে যায়। গ্রাউন্ড ফ্লোরের কনফারেন্স হল থেকে আগুন ছড়িয়ে পড়ে ৯ নম্বর গেটের কাছে একটি লাউঞ্জের প্রথম তলে। বৃহন্মুম্বই পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, তিনটি ওয়াটার জেট, আটটি ইঞ্জিন ও ৬টি জেটির সাহায্যে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন দমকলকর্মীরা। ক্ষয়-ক্ষতির কোনও খবর নেই। উড়ান পরিষেবা ব্যাহত হয়নি।
বিমানবন্দরের এক আধিকারিক বলেছেন, যে লাউঞ্জে আগুন লেগেছিল, সেটি টার্মিনাল বিল্ডিং থেকে কিছুটা দূরে। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
মুম্বই বিমানবন্দরে আগুন, ক্ষয়ক্ষতির খবর নেই
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jan 2018 04:54 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -