লখনউ: ২০২২ সালে পরবর্তী বিধানসভা নির্বাচনে জিতে সমাজবাদী পার্টি যখন উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরবে, তখন মুখ্যমন্ত্রীর বাসভবনে গঙ্গাজল ছিটিয়ে দেবে দমকল। এভাবেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শুদ্ধিকরণ আচারকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর এই মন্তব্যকে অশোভন বলে দাবি করে মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র মণীশ শুক্ল বলেছেন, অখিলেশের এই মনোভাব বজায় থাকলে তাঁর পক্ষে বিরোধীর ভূমিকা পালন করা সম্ভব হবে না। মুলায়ম সিংহ যাদব এবং শিবপাল যাদবের প্রতি অখিলেশের শ্রদ্ধা আছে কি না, সেই প্রশ্নও তুলেছেন শুক্ল।
এখনও মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে ওঠেননি আদিত্যনাথ। তবে তিনি শপথগ্রহণ করার পর থেকেই সরকারি বাসভবনে শুদ্ধিকরণ আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। এর সমালোচনা করে অখিলেশ বলেছেন, ‘২০২২ সালে আমরা যখন ক্ষমতায় ফিরব, তখন দমকলের গাড়িতে করে গঙ্গাজল নিয়ে আসব এবং ৫, কালীদাস মার্গে (মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন) ছিটিয়ে দেব।’ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর বাসভবনের শুদ্ধিকরণ নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু ওখানে যে তিনটি ময়ূর আছে, তাদের যেন ঠিকমতো দেখভাল করা হয়।’
আদিত্যনাথ মন্তব্য করেছেন, তিনি অখিলেশের চেয়ে এক বছরের বড়। এর জবাবে অখিলেশ বলেছেন, ‘যোগীজি আমার চেয়ে এক বছরের বড় হতে পারেন। কিন্তু কাজের ক্ষেত্রে অনেক পিছিয়ে। আমি মুখ্যমন্ত্রী থাকার সময় সংবাদমাধ্যম যেভাবে খুন, ধর্ষণের ঘটনা দেখিয়েছিল, সেভাবেই যোগীর ছবি দেখার অপেক্ষায় আছি।’
এদিন ফের ইভিএম-এর বদলে ব্যাটল পেপারে আগামী নির্বাচনের দাবি জানিয়েছেন অখিলেশ। তিনি জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট থাকবে। সাম্প্রতিক নির্বাচনের ফলাফল খতিয়ে দেখবে সপা। ১৫ এপ্রিল থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় সভাপতি নির্বাচন সম্পূর্ণ হবে।
২০২২ সালে মুখ্যমন্ত্রীর বাসভবনে গঙ্গাজল ছড়াবে দমকল, আদিত্যনাথকে কটাক্ষ অখিলেশের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Mar 2017 07:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -