মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই বহু দোকান
Web Desk, ABP Ananda | 03 Feb 2018 08:01 PM (IST)
মাদুরাই: বিখ্যাত মীনাক্ষী মন্দিরে বড় ধরনের আগুন। মন্দিরের ভিতরেই আচমকা আগুন ধরে যায়। অবশ্য কেউ জখম হয়নি বলে জানিয়েছে পুলিশ। মন্দির কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানিয়েছে, গতকাল গভীর রাতে মন্দির চত্বরে পুজোর সামগ্রী বিক্রির কোনও একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মন্দিরে খোদাই করা দেবদেবী মূর্তিগুলির কোনও ক্ষয়ক্ষতি হয়নি বটে, তবে সেগুলির বেশ কয়েকটি ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে। ১০০০ পিলারবিশিষ্ট মন্দিরের মূর্তিগুলি মন্দির কর্তৃপক্ষ, কর্মী ও উদ্ধারকারী দল সময়মতো ঝাঁপিয়ে পড়ে সেগুলি আগুনের হাত থেকে রক্ষা করেন। দমকল বাহিনী বেশ কয়েক ঘন্টা বিধ্বংসী আগুনের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত তা পুরোপুরি নিভিয়ে ফেলে। তবে ৪০টি দোকান পুড়ে ছাই হয়েছে। পুলিশি তদন্ত চলছে। পাশাপাশি আগুন নেভানোর কাজ তদারকি করা জেলাশাসক ভীরা রাঘব রাও বলেন, যে হলে মন্দিরের মিউজিয়াম আছে, সেটি অক্ষত রয়েছে। যদিও ৭০০০ বর্গফুট এলাকার মন্ডপের কিছুটা ক্ষতি হয়েছে। একটি বিশেষ দল গঠিত হয়েছে যারা অগ্নিকাণ্ডের প্রভাব খতিয়ে দেখবে। আজ সকাল থেকেই পুজোর জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। হিন্দু ভক্ত জন সভা, বিশ্ব হিন্দু্ পরিষদ ও হিন্দু মুন্নানি সহ বহু সংগঠনের দীর্ঘদিনের দাবি, মন্দির চত্বর থেকে পুজোর সামগ্রী বিক্রির দোকানপাট অন্যত্র সরাতে হবে। পরিষ্কার রাখতে হবে পুরো এলাকা। আজও তারা একই দাবিতে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। মাদুরাইয়ের এই মন্দিরের খ্যাতি ভারতজোড়া। দেশের নানা স্থান থেকে হাজার হাজার ভক্তের ঢল নামে সেখানে প্রতি বছর।