ভুবনেশ্বরে হাসপাতালের অগ্নিদগ্ধ অংশ সিল করল সরকার
Web Desk, ABP Ananda | 18 Oct 2016 12:47 PM (IST)
ভুবনেশ্বর: ভুবনেশ্বরের একটি হাসপাতালে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যুর পর আজ সংশ্লিষ্ট অংশ সিল করে দিল সরকার। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ওই বেসরকারি হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব আরতি আহুজা। তিনি বলেন, উপযুক্ত তদন্তের স্বার্থেই আইসিইউ, ডায়ালিসিস ও জরুরি বিভাগ সিল করে দেওয়া হয়েছে। গতকাল আগুন লাগার পর ১০৬ জন রোগীকে সাম হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভুবনেশ্বর ও কটকের বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এইমস, আমরি সহ বিভিন্ন হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট রোগীদের সঙ্গে দেখা করেছেন। ওডিশার স্বাস্থ্যমন্ত্রী অতনু সব্যসাচী নায়েক বলেছেন, আগুন লাগার পর ওই হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে আসা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে গতকালের ঘটনার তদন্তও শুরু হয়েছে। রাজ্য সরকার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ২২ জনের মধ্যে ২০ জনের পরিচয় জানা গিয়েছে। তাঁদের পরিবারের লোকেদের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। নিহতদের অধিকাংশই আইসিইউ-তে ভেন্টিলেশনে ছিলেন। আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে আগুন লাগে ডায়ালিসিস বিভাগে। সেখান থেকে আইসিইউ-তে আগুন ছড়িয়ে পড়ে।