মুম্বই:  মুম্বইয়ের ওরলি এলাকার ৩৩ তলার এক বহুতলে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, বিউমন্ডে নামের ওই বহুতলের সবচেয়ে ওপরের তলায় প্রথমে আগুন লাগে। পরে নীচের আরও দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। জানা গিয়েছে ওই বহুতলে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি ফ্ল্যাট রয়েছে।



আপতত ওই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। ঠিক কী কারণে আগুন লেগেছে, সেটা এখনও জানা যায়নি। ওই বহুতলের ৯৫ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রেক্ষিতে উদ্বিগ্ন অনুরাগী-ভক্তদের উদ্দেশ্যে টুইটারে দীপিকা জানান, তিনি নিরাপদ আছেন। তাঁর খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান অভিনেত্রী।

https://twitter.com/deepikapadukone/status/1006859838440267776