শেষ রাতে আগুন প্রধানমন্ত্রীর অফিসে, নিয়ন্ত্রণে আনল দমকলের ১০টি ইঞ্জিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2017 09:25 AM (IST)
নয়াদিল্লি: রাত সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন। প্রধানমন্ত্রীর অফিসের দোতলায় ২৪২ নম্বর ঘরে এই আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্ত্বে আনে। শেষ রাতে এই ঘটনা ঘটায় কারও শারীরিক ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশান প্রোটেকশন গ্রুপ দমকলকে এই আগুন লাগার খবর দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লাগে ঘরটির শীততাপনিয়ন্ত্রক যন্ত্র থেকে, গোটা ঘরে ছড়িয়ে পড়ে ধোঁয়া। দমকল ছাড়াও ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। যে ঘরে আগুন লাগে সেখানে কী কাজ হয় আর কতটা ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি।