স্বাধীন ভারতে প্রথম নোট বাতিল হয় মোরারজি জমানায়
ABP Ananda, web desk | 09 Nov 2016 02:20 PM (IST)
নয়াদিল্লি: গতকাল আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করে দিয়েছে মোদী সরকার। ভারতের আর্থিক ইতিহাসে এই ঘোষণাকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ ও বৈপ্লবিক বলেই মনে করছেন অনেকেই। তবে এই প্রথম নয়। এর আগেও ভারতে বড় নোট তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রথমবার প্রাক স্বাধীনতা পর্বে ব্রিটিশ আমলে ১৯৪৬ সালে। এরপর স্বাধীন ভারতে ১৯৭৮ সালে। স্বাধীনতার পর ১৯৭৮ সালের ১৬-১৭ জানুয়ারি মোরারজি দেশাই সরকার ১ হাজার, ৫ হাজার ও ১০ হাজার টাকার নোট বাতিল করে দেয়।। পরে ৫০০ ও ১,০০০ টাকার নোট ফের চালু হয়। গতকাল সেই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হল।