সেনার ইতিহাসে প্রথম, এবার থেকে সীমান্ত পাহারায় মহিলা জওয়ানরা
ABP Ananda, Web Desk | 31 Oct 2016 03:35 PM (IST)
নয়াদিল্লি: এবার সীমান্তে শত্রুপক্ষের চোখে চোখ রেখে দাঁড়িয়েছেন ভারতের মেয়েরা। এই প্রথম সীমান্ত পাহারায় ভারতীয় সেনা মোতায়েন করেছে মহিলা জওয়ানদের। দীপাবলী চলাকালীন তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে ভারত-পাক সীমান্তে। এই জওয়ানরা পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার ও অরুণাচল প্রদেশের বাসিন্দা। দীপাবলীর সময় পরিবারের সঙ্গে না কাটিয়ে সীমান্ত পাহারায় মোতায়েন হওয়ায় একটুও আফশোস নেই তাঁদের। বরং বলছেন, দেশের মানুষ যে নিরাপদে পালন করতে পারছেন আলোর উৎসব, সেটাই তাঁদের কাছে সবথেকে বড় দীপাবলী। ভারতীয় সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীতে দীর্ঘদিন ধরে কাজ করছেন মেয়েরা। তবে সংঘর্ষের এলাকায় যাওয়ার অনুমতি ছিল না তাঁদের। যদিও কার্গিল যুদ্ধের সময় মহিলা পাইলটরা দ্রাস ও বাতালিক সেক্টরে সেনা জওয়ানদের রসদ সরবরাহ করেছিলেন। কিন্তু সীমান্ত পাহারা দেওয়ার কাজে এই প্রথম যোগ দিলেন তাঁরা। ভারত-পাক সংঘর্ষের জেরে সেনাকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তবে তাতে দীপাবলী পালন থেমে থাকছে না তাঁদের। বিএসএফ সদ দফতরে জওয়ানদের জন্য বিশেষ করে হয়েছে দীপাবলীর আয়োজন। বিএসএফ অফিসাররাও যোগ দিয়েছেন উৎসবে।