মধ্য রেলওয়ের মুখপাত্র নরেন্দ্র পাতিল জানিয়েছেন, মিরাজ ডিভিশন থেকে জল ভরে ওই মালবাহী ট্রেন পৌঁছেছে লাতুরে। ১০ ওয়াগনের ট্রেনটিতে প্রত্যেক ওয়াগনে ৫০,০০০ লিটার জল ধরে।
লাতুরের মেয়র শেখ আখতার জানিয়েছেন, জল আসার খবরে কিছুটা হলেও স্বস্তিতে লাতুর। রাত থেকেই স্টেশনে প্রতীক্ষায় বসে আছেন বহু মানুষ।
জেলা প্রশাসন সেই জল মজুত করে রাখার ব্যবস্থা করছে। সেখান থেকেই তা পৌঁছে দেওয়া হবে লাতুরের অন্যান্য জায়গায়।
এক রেল আধিকারিক জানিয়েছেন, আগামী ১৫ তারিখের মধ্যেই ৫০ ওয়াগনের আরও একটি জলভর্তি মালবাহী ট্রেন সেখানে পৌঁছবে। সেই ট্রেনটির প্রতিটি ওয়াগনে ৫৪ লিটার করে জল ধরে।