পটনা: বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেও রঞ্জনকে খুনের ঘটনায় গ্রেফতার ৫। ধৃতদের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও তিনটি মোটরবাইক। এখনও অধরা কয়েকজন অভিযুক্ত। এর মধ্যে রয়েছে লড্ডন মিঞা নামে এক অভিযুক্ত। লড্ডন আরজেডি নেতা সাহাবুদ্দিন-ঘনিষ্ঠ বলে দাবি। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই সাংবাদিক রাজদেও রঞ্জনকে খুনের তদন্তে সিট গঠন করেছে বিহার সরকার।


পাঁচ অভিযুক্ত যাদের আজ গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে রয়েছে রোহিত, বিজয়, রাজেশ, কুমার এবং সনু গুপ্ত। এদিকে মৃত সাংবাদিকের পরিবারের লোক পুলিশের কাছে নিরাপত্তা দাবি করেছে, কারণ তাঁরা প্রাণ সংশয়ের আশঙ্কা করছে জেলবন্দি আরজেডি নেতা সাহাবুদ্দিনের থেকে।

প্রসঙ্গত, সাংবাদিক হত্যা মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল এরমধ্যেই ১৫ জন সন্দেহভাজনকে জেরা করেছে। তাদের মধ্যে ৬ জনই সাহাবুদ্দিনের লোক বলে জানা গিয়েছে। রাজদেওর খুনের প্রতিবাদে বিহারের রাস্তায় নেমেছে সেখানকার সাংবাদিকরা। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে বিহার সরকার।