শিলং: মেঘালয়ে বড় ধাক্কা খেল শাসক কংগ্রেস। শুক্রবার, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী রোয়েল লিংডো সহ পাঁচ বিধায়ক বিধানসভা থেকে ইস্তফা দিলেন। একইসঙ্গে ইস্তফা দিলেন এক ইউনাইটেড ডেমোক্র্যাটিক ও ২ জন নির্দল বিধায়কও। প্রবীণ কংগ্রেস নেতা লিংডো পরে ঘোষণা করেন, ইস্তফা দেওয়া ৮ বিধায়কই আগামী সপ্তাহে ন্যাশনাল পিপলস পার্টিতে যোগ দেবেন।


৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় কংগ্রেসের শক্তি ৩০। মাত্র কয়েকদিন আগেই আরেক দলীয় বিধায়ক পি এন সিয়েম ইস্তফা দিয়েছিলেন। এদিনের সংখ্যা ধরে, কক্ষে কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়াল ২৪। প্রসঙ্গত, আগামী ৬ মার্চ, মেয়াদ শেষ হচ্ছে বর্তমান বিধানসভার। পরের বছরই নাগাল্যান্ড ও ত্রিপুরার পাশাপাশি, মেঘালয়তেও নির্বাচন হবে।


এদিন যে পাঁচ বিধায়ক ইস্তফা দেন, তাঁরা কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মুকুল সাংমা এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এঁদের মধ্যে চারজন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। অযোগ্যতার অভিযোগে সকলকেই বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী।  বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি অ্যান্ড্রু সিমন্স জানান, আটজন বিধায়ক এদিন স্পিকারকে তাঁদের ইস্তফাপত্র পেশ করেন। কিন্তু, স্পিকার বর্তমানে সফরে রয়েছেন। তাই ই-মেল করে ইস্তফাপত্র পাঠানো হয়েছে।