শ্রীনগর: ফের জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর। শনিবার প্যাম্পোরে সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হয়েছেন ৫ সিআরপিএফ জওয়ান। তবে পাল্টা দুজন জঙ্গিকেও খতম করেছেন জওয়ানরা। হামলার দায় স্বীকার করেছে র লস্কর-ই-তৈবা।
প্যাম্পোরের ফ্রেস্টবল এলাকায় এদিন বিকালে আধাসামরিক বাহিনীর কনভয়ে হামলা করে জঙ্গিরা। তারা আচমকা গুলিবর্ষণ করে কনভয়ের ওপর। সাত সিআরপিএফ জওয়ান জখম হন। তাঁদেরই পাঁচজন পরে মারা যান। গোটা এলাকা ঘিরে ফেলে চিরুণি তল্লাসি চালানো হচ্ছে।
সিআরপিএফ কমান্ডান্ট রাজেশ যাদব সাংবাদিকদের বলেছেন, ফায়ারিং রেঞ্জে অনুশীলন সেরে কনভয়ে ফেরার পথেই আক্রান্ত হন আমাদের জওয়ানরা। তবে সাহসের সঙ্গে পাল্টা জবাব দেন তাঁরাও। হামলাকারী দুই জঙ্গিই প্রাণ হারিয়েছে। আমরা মোট ৫ জওয়ানকে হারিয়েছি। জখম হয়েছেন ২০ জওয়ান। তাঁদের পাশাপাশি নিহত জওয়ানদের দেহও ৯২ বেস হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশ্মীরে কনভয়ে গুলি, শহিদ ৮ সিআরপিএফ জওয়ান, দায় নিল লস্কর, হত ২ জঙ্গিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2016 01:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -