সম্বলপুরে গণধর্ষণের পর নাবালিকার আত্মহত্যা, ৩০ দিনের মধ্যে রায় আদালতের
Web Desk, ABP Ananda | 03 Jun 2018 03:44 PM (IST)
সম্বলপুর: ওড়িশার সম্বলপুরে এক নাবালিকার গণধর্ষণ মামলায় ৩০ দিনের মধ্যে রায় দিল সম্বলপুর আদালত। দোষী সাব্যস্ত হওয়া পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানার সাজা হয়েছে। এই মামলায় ষষ্ঠ অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে হোমে পাঠানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই মেয়েটি আত্মহত্যা করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে, তার বয়স ১৫ বছর। সে একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী। তার মা অভিযোগ করেন, গত ২ মে মেয়েটি যখন বাজার থেকে ফিরছিল, তখন ওই নাবালক তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। পরে অন্য পাঁচ যুবক মেয়েটিকে সেখানে দেখতে পেয়ে একে একে ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার তিনদিনের মধ্যেই সব অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালতে বিচার শুরু হওয়ার পাঁচদিন আগে ২৩ মে মেয়েটি আত্মহত্যা করে। বিশেষ সরকারি আইনজীবী সন্তোষ পান্ডা জানিয়েছেন, আদালতে ২১ জন সাক্ষ্য দিয়েছেন। ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে সওয়াল-জবাব শোনার পর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি উদয়ভানু জেনা রায় দিয়েছেন।