বিহারের রোহতাসে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা, মৃত এক দম্পতি সহ ৫, জখম অন্তত ১২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Feb 2020 04:22 PM (IST)
আহতদের সাসারামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছবি সৌজন্যে এএনআই
রোহতাস: বিহারের রোহতাস জেলায় ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় এক দম্পতি সহ পাঁচজনের মৃত্যু হল। আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের সাসারামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই-কে রোহতাস সদরের মহকুমাশাসক রাজকুমার গুপ্ত জানিয়েছেন, ‘আজ রোহতাস জেলার শেওসাগর ব্লকের কিরিহিরি অঞ্চলে ২ নম্বর জাতীয় সড়কে ভুল দিকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় এক দম্পতি সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত দম্পতির পরিচয় জানা গিয়েছে। তাঁদের নাম মুখতার খান ও রেশমা খাতুন।’