উত্তরপ্রদেশে এটিএমের লাইনে সংঘর্ষ, আহত ৫
Web Desk, ABP Ananda | 01 Jan 2017 04:10 PM (IST)
মুজফফরনগর: উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার ভোপা থানা অঞ্চলের ভোকাহেরি গ্রামে একটি এটিএমের লাইনে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হলেন অন্তত পাঁচ জন। পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সার্কেল অফিসার আকিল আহমেদ জানিয়েছেন, দুটি আলাদা গোষ্ঠীর দুই ব্যক্তি একসঙ্গে এটিএমে প্রবেশ করা থেকে বিবাদের সূত্রপাত। ক্রমে সেই বিবাদ বড় আকার ধারণ করে। আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র নিয়ে দুই গোষ্ঠীর লোকেরা একে অপরকে আক্রমণ করেন। ফলে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। বিশাল সংখ্যক পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই অঞ্চলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।