নয়াদিল্লি: প্রধান বিচারপতি দীপক মিশ্রর ইমপিচমেন্ট সংক্রান্ত মামলা মঙ্গলবার শুনবে সুপ্রিম কোর্টের পাঁচ-সদস্যের সাংবিধানিক বেঞ্চ।


সংসদের উচ্চকক্ষে প্রধান বিচারপতির ইমপিচমেন্ট নোটিস পেশ করে কংগ্রেস। কিন্তু, তা পত্রপাঠ খারিজ করে দেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন দুই কংগ্রেস সাংসদ।


জানা গিয়েছে, বেঞ্চকে নেতৃত্ব দেবেন বিচারপতি এ কে সিকরি। বাকি সদস্যরা হলেন—বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামন্না, বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি এ কে গোয়েল।


যে চার শীর্ষ বিচারপতি প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বিতর্কের সূত্রপাত করেছিলেন, সেই বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এম বি লোকুর এবং বিচারপতি কুরিয়েণ জোসেফকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি।


এর আগে এদিন সকালে বিচারপতি চেলামেশ্বরের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আবেদন করেন কপিল সিব্বল ও প্রশান্ত ভূষণ। চেলামেশ্বর তাঁদের জানান, প্রধান বিচারপতির সামনে পেশ করতে। পরে, বেঞ্চের আরেক সদস্য  বিচারপতি এস কে কৌল জানান, আগামীকাল আবেদন করতে।