মদ্যপ প্রাক্তন বিধায়ক-পুত্রের বেপরোয়া গাড়িতে পিষে মৃত্যু ৫ জনের
Web Desk, ABP Ananda | 08 Jan 2017 09:01 PM (IST)
লখনউ: রাত্রি নিবাসে ঢুকে গেল প্রাক্তন বিধায়কের ছেলের গাড়ি। মৃত্যু হল পাঁচ জনের। গুরুতর আহত ৮। উত্তর প্রদেশের লখনউয়ের ঘটনা। গতকাল গভীর রাতে আচমকাই লখনউ শহরে হজরতগঞ্জ এলাকার ডালিবাগে একটি রাত্রি নিবাসে ঢুকে পড়ে মোহনলালগঞ্জের প্রাক্তন বিধায়ক অশোক রাওয়াতের ছেলে আয়ূষ কুমার রাওয়াতের গাড়ি। ওই সময়ে প্রায় ৩৫ জন দিনমজুর সেই নিবাসে শুয়েছিলেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও একজন। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাক্তন বিধায়কের ছেলে ও নিখিল অরোরা নামে তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার সময় দুজনই মদ্যপ ছিলেন। যে গাড়িটি তাঁরা চালাচ্ছিলেন, বাজেয়াপ্ত করা হয়েছে সেটিও। সিনিয়র পুলিশ সুপার মঞ্জিল সাইনি জানান, ঘটনাটি ঘটেছে রাত ২টো নাগাদ।