নয়াদিল্লি: মারণরোগ ক্যান্সারের ফলে ভারতে প্রতি বছর অন্তত পাঁচ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। আজ লোকসভায় এই তথ্য পেশ করেন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

 

প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোন বয়সের ব্যক্তিরা ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন বা এই রোগের ফলে মৃত্যু হচ্ছে সে সংক্রান্ত কোনও তথ্য সরকারের কাছে নেই। তবে জানা গিয়েছে, পুরুষরা সাধারণত গলা ও পাকস্থলির ক্যান্সারে বেশি আক্রান্ত হন। মহিলারা স্তন, গলদেশ ও জরায়ুর ক্যান্সারে বেশি আক্রান্ত হন।

 

ক্যান্সারের এই ভয়াবহ রূপের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সারা দেশে ২০টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র এবং এই কেন্দ্রের ৫০টি শাখা তৈরি করার পরিকল্পনা করেছে। ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের বিষয়ে ৪৭টি প্রস্তাব এসেছে। এর মধ্যে ১৩টি রাজ্যের ১৪টি প্রস্তাব (সাতটি প্রধান কেন্দ্র এবং সাতটি শাখা) ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের অর্থও বরাদ্দ করা হয়েছে।

 

অন্য রাজ্যগুলি থেকে যে প্রস্তাব এসেছে তাতে কিছু গলদ রয়েছে। সেই কারণে ওই প্রস্তাবগুলি অনুমোদন করা সম্ভব হয়নি। রাজ্য সরকারগুলির সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।