অনুপ্রবেশের বড়সড় ছক ভেস্তে দিল সেনা, খতম পাঁচ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2017 10:48 PM (IST)
নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীর থেকে মাচিল সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের একটি বড়সড় ছক ভেস্তে দিল সেনা। সেনার গুলিতে খতম হয়েছে পাঁচ জঙ্গি। এক প্রতিরক্ষা মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওই এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে। তল্লাশি চালিয়ে পাঁচটি অস্ত্রও উদ্ধার করেছে সেনা। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি লোকসভায় বলেছিলেন যে, জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের পাঠানোর চেষ্টা বাড়িয়েছে পাকিস্তান। তিনি বলেছিলেন, চলতি বছরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৮৫ টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। গত বছর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার সংখ্যা ছিল ২২৮। জেটলি আরও জানান, আন্তর্জাতিক সীমান্তে ২২১ টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। জেটলি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির কারণে বহু অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেওয়া গিয়েছে। অনুপ্রবেশের সংখ্যাও কমেছে।