উত্তরপ্রদেশ: গত ২ দিনে ধর্ষণের শিকার ৫ কিশোরী
Web Desk, ABP Ananda | 26 Dec 2017 05:37 PM (IST)
লখনউ: ভিন্ন ঘটনায় গত ২ দিনে উত্তরপ্রদেশের চার জেলায় পাঁচ কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। মুজাফ্ফরপুরে মাথায় বন্দুক ঠেকিয়ে এক ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা জোর করে কিশোরীর বাড়িতে ঢোকে। কিশোরীকে ছাদে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তার ওপর পাশবিক অত্যাচার চালায় তারা। ঘটনার কথা কাউকে জানালে, কিশোরীকে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্তরা। পরে, নির্যাতিতার বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতাপগড়ে, এক ৬ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক স্থানীয় যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবা ও মা সেই সময় খেতে কাজ করছিলেন। যুবক কিশোরীকে সাইকেল চড়ানোর অছিলায় একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর, বালিয়া জেলায় ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে ৫ বছরের এক দলিত মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযুক্তকে ধরেছে পুলিশ। একই দিনে, বান্দা জেলার আট্টারায় ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠেছে অনিরুদ্ধা নামের স্থানীয় যুবকের বিরুদ্ধে। কোনওমতে, অপহরণকারীর হাত থেকে কিশোরী পালিয়ে আসলে ঘটনাটি প্রকাশ পায়। অভিযুক্ত পলাতক। একই জেলায় এক পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তারই আত্মীয়ের বিরুদ্ধে। এক্ষেত্রেও, মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওমপ্রকাশ নামে অভিযুক্ত। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত।