সিমলা: রাখে হরি মারে কে!
মেঘভাঙা বৃষ্টিতে পরিবারের বাকি সদস্যরা ভেসে গেলেও, অলৌকিকভাবে বেঁচে গিয়েছে ১২ বছরের শিশু।
ঘটনায় প্রকাশ, শুক্রবার ভোররাতে আচমকা মেঘভাঙা বৃষ্টি নামে সিমলা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দ্রালি গ্রামে।
এতে, বন্দ্রালি গ্রাটি পাহাড়ের মাথায় থাকায় সেখানে খুব একটি ক্ষতি হয়নি। তবে জলের তোড়ে পাহাড়ের নীচে অবস্থিত গাবালদি গ্রাম বেশ ক্ষতিগ্রস্ত হয়।
বৃষ্টির তোড়ে ভেসে যান হিমাচল প্রদেশের গাবালদিতে বসবাসকারী এক নেপালি পরিবারের পাঁচ সদস্য।
স্থানীয় পঞ্চায়েত প্রধান নরেশ চৌহান জানান, বাড়িটি কাঁচা হওয়ায় তা একেবারে ধুয়ে যায়।
পরে, স্থানীয় মানুষ পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার করতে গিয়ে চমকে ওঠেন।
তাঁরা দেখেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকেও বেঁচে রয়েছে পরিবারের ১২ বছরের কিশোর।
সিমলার ডেপুটি কমিশনার জানান, কিশোরটি মূক-বধির। বাকিরা মারা গেলেও, কোনওভাবে সে বেঁচে গিয়েছে।
মৃতদের মধ্যে রয়েছে লাচ্চিরাম, তাঁর স্ত্রী এবং তাঁদের তিন সন্তান।
অলৌকিক! মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল পরিবারের ৫ জন, রক্ষা পেল মূক-বধির কিশোর
Web Desk, ABP Ananda
Updated at:
26 Aug 2016 10:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -