পঞ্জাবের লুধিয়ানায় বাস-গাড়ি সংঘর্ষ, মৃত্যু একই পরিবারের পাঁচজনের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2016 10:58 AM (IST)
লুধিয়ানা: পঞ্জাবের লুধিয়ানায় বাস-গাড়ি সংঘর্ষ। একই পরিবারের পাঁচজনের মৃত্যু। লুধিয়ানার গাঁধী নগরের বাসিন্দা হোসিয়ারি ব্যবসায়ী পরভিন গুপ্ত স্ত্রী, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন। দেহলির কাছে গাড়ির সামনে এসে পড়ে একটি কুকুর। পাশ কাটাতে গিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে চলে যায় পরভিনের গাড়িটি। তখনই উল্টোদিক থেকে আসা পঞ্জাব পরিবহণ নিগমের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। ব্যবসায়ী-সহ পরিবারের পাঁচ সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সরকারি বাসের চালক পলাতক।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -