নারী পাচার রুখতে অভিযানে গিয়ে ঝাড়খণ্ডে বন্দুকের মুখে গণধর্ষিতা স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jun 2018 04:00 PM (IST)
রাঁচি: স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতেন পাঁচ মহিলা কর্মী। ঝাড়খণ্ডের চোচাং গ্রামে কাজে গিয়েছিলেন তাঁরা। সেখানে তাঁদের বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে গণধর্ষণ করে গ্রামের কিছু বাসিন্দা। ওই পাঁচ মহিলা গ্রামের লোকেদের নারী ও শিশু পাচার সম্পর্কে সচেতন করতেই গিয়েছিলেন। সেখানে গিয়ে এমন বিভীষিকার শিকার হতে হল তাঁদের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খুন্তি জেলার ডিআইজি অমোল ভি হোমকার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশ কয়েকজনকে চিহ্নিত করেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এক স্বেচ্ছাসেবী সংগঠনের ১১ সদস্যের টিম সেখানে পথ নাটিকা করতে গিয়েছিল। তখনই গ্রামের কয়েকজন লোক এসে স্বেচ্ছাসেবী সংগঠনের পাঁচ সদস্যকে জঙ্গলে নিয়ে গিয়ে বন্দুকের সামনে দাঁড় করিয়ে ধর্ষণ করে। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। তিনটি পৃথক দল তৈরি করে ঘটনার তদন্তেও নেমেছে পুলিশ। যদিও নির্যাতিতা মহিলারা কোনও অভিযোগ দায়ের করেননি। পুলিশ নিজেদের সোর্স এবং প্রত্যক্ষদর্শীদের থেকে ঘটনার কথা জানতে পেরেছেন।