মুম্বই: লিফট থেকে বাইরে বেরোনোর আগে হঠাৎই বন্ধ হয়ে গেল দরজা। লিফটের কাঠের দরজা ও মাঝের গ্রিলের মধ্যে আটকে পড়ে প্রাণ হারাল বছর পাঁচেকের খুদে। শিউরে ওঠার মতো এই দুর্ঘটনা ঘটেছে মুম্বইয়ের ধারাভি অঞ্চলের শাহু নগরে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই বোনের সঙ্গে খেলার ছলে লিফটে ওঠে পাঁচ বছরের হোজেফা শেখ। তারা উপরে ওঠার বোতাম টিপে লিফটের মধ্যেই নিজেদের মধ্যে মেতে ছিল খেলায়। চারতলায় লিফট থামার পর অপর দুই বাচ্চা বাইরে বেরিয়ে যায়।

কিন্তু বাইরে বেরোতে গিয়ে আটকে পড়ে হোফেজা। গ্রিল বন্ধ করতে সে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই বন্ধ হয়ে যায় কাঠের দরজা। আটকে পড়ার কিছুক্ষণের মধ্যে লিফট চালু হয়ে যাওয়ায় পিষে যায় শিশুটি।



ছেলের খোঁজ না পেয়ে খুদের মা তাঁর মেয়েদের কাছে খোঁজ নেন, তারপর লিফটের কাছে গিয়ে বাইরে রক্তের দাগ দেখতে পান তিনি। যার কিছুক্ষণ পর খুদের দেহ উদ্ধার হয় লিফটের নীচে থেকে। তাকে নিয়ে হাসপাতালে ছুটে গেলেও চিকিৎসকরা জানান, মস্কিষ্কে গুরুতর চোট পেয়ে প্রাণ হারিয়েছে খুদে।

দুর্ঘটনার জেরে মৃত্যু হলেও লিফটের যাবতীয় নিয়মকানুন মেনে চলা হত কি না সে নিয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। সমস্ত আবাসনের লিফটে লিফটম্যান নিয়োগের জন্য নতুন করে নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।