মথুরা: জীবনযুদ্ধে হেরে গিয়েও একজন নয়, দুজনকে পৃথিবীর রূপ, রং দেখার দৃষ্টি দিয়ে গেল পাঁচ বছরের এক শিশুকন্যা। ২৩ আগস্ট ঐশ্বর্য নামে খুদে মেয়েটির স্কুলভ্যানে ধাক্কা মারে পুরসভার ভাড়া করা ময়লা তোলার ভ্যান। মারাত্মক জখম হয় মেয়েটি। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে দিল্লির আরএমএল হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত অবশ্য তাকে বাঁচানো যায়নি। তবে চিরবিদায় নেওয়ার আগে চোখ দুটি দান করার শেষ ইচ্ছা বাবা-মাকে জানিয়ে যায় সে। ঐশ্বর্যর বাবা লক্ষ্মীনারায়ণ বলেন, মারা যাওয়ার আগে মেয়ে চক্ষুদানের বাসনা প্রকাশ করেছিল।
মেয়ের মহত্ ইচ্ছা পূরণে বাবা-মা এইমস-এ তার চোখদুটি দান করেন। প্রায় ৬ ঘণ্টার অপারেশনে দুজনের কর্নিয়া প্রতিস্থাপন করা হয় সেখানে। তাঁরা এখন দেখতে পাচ্ছেন।
মেয়ে হারানোর শোকের মধ্যেও আনন্দে ভাসছেন লক্ষ্মীনারায়ণ। গর্বিত মেয়ের বাবা বলেছেন, মেয়ের জন্য এমন এক মহান কাজের শরিক হতে পারব, কল্পনাও করতে পারিনি।
মৃত্যুর পর দুজনকে চক্ষুদান ৫ বছরের মেয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2016 09:17 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -