থানে: ফের ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুকন্যা, এবার কাঠগড়ায় দুই নাবালক। অভিযুক্ত দুই নাবালক এবং আক্রান্ত শিশুকন্যা একই এলাকার বাসিন্দা। দুই নাবালকের বয়স নয়। ধর্ষণের ঘটনাটি ঘটেছে ভিওয়ান্ডি শহরে।

পুলিশের কাছে শিশুকন্যার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুই নাবালককে আপাতত হেফাজতে নিয়েছে পুলিশ। মেয়েটির মায়ের অভিযোগ, ওই দুই নাবালক তাঁর মেয়েকে খাবার জিনিষ কিনে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ঘটনার আকস্মিকতায় মারাত্মক ভয় পেয়ে যায় ওই শিশুকন্যা। পরে সে এসে তার মাকে পুরো ঘটনার কথা জানায়। তারপর মেয়েটির মা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশের হেফাজতে নেওয়া দুই নাবালক ও আক্রান্ত শিশুকন্যার ডাক্তারি পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে প্রশাসন। দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।